বাংলাদেশ
-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত এম এ হক
দেশের আলো ডেস্ক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি, বালাগঞ্জের কৃতি সন্তান, প্রবীণ রাজনীতিবিদ এম এ হকের দাফন সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সময় শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের কলুমা গ্রামস্থ নিজ বাড়িতে দ্বিতীয় জানাজার নামাজ শেষে মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন সিলেটের প্রবীণ এই রাজনীতিবিদ। এম এ হককে শেষ বিদায় জানাতে দল মত নির্বিশেষে জনতার উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায় কলুমা গ্রামের বাড়িতে। সেখানে মানুষকে স্বাস্থ্যবিধি মেনে সারিবদ্ধ হওয়ার জন্য অনুরোধ করা হয়। কিন্তু আবেগাপ্লুত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাদের প্রিয় মানুষটিকে শেষ বিদায় জানাতে এলে মানুষের ভিড় সামলানো মুশকিল হয়ে পড়ে। এ সময় উপস্থিত ছিলেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মরহুমের ছেলে ব্যারিস্টার রিয়াশাদ আজিম হক, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান, দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম নজম, বিএনপি নেতা আব্দুল হাদী, আওয়ামী লীগ নেতা মইনুল ইসলাম সালেহসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন। প্রসঙ্গত, এম এ হক (৬৬) নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে সিলেট শহরের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি হন। আজ শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বার্তা প্রেরক,
তোফাজ্জল হোসেন চৌধুরী, মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি, মোবাইল নাম্বার :০১৭১১২৩৩১০২